তানজিনিয়া
বন্যায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকা

বন্যায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকা

এশিয়ার পর ভয়াবহ বন্যার স্বাক্ষী আফ্রিকা। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বন্যার কবলে অর্ধেকের বেশি অঞ্চল। ভারত মহাসাগরে ইন্ডিয়ান নিনো তৈরি হওয়ায় বন্যায় বিপর্যস্ত এই অঞ্চল। দুর্যোগে কেনিয়ায় প্রাণ হারিয়েছে ৭০ জনের মরদেহ ও ৩শ'র বেশি মানুষকে উদ্ধার করেছে রেডক্রসের কর্মীরা। বাস্তুচ্যুত ১ লাখ ২০ হাজার বাসিন্দা। আর বেঁচে ফেরাদের পরিস্থিতি খুবই করুণ। শিগগিরই বৃষ্টি কমার সম্ভাবনা না থাকায় পরিস্থিতি অবনতির আশঙ্কা আবহাওয়া বিভাগের। প্রতিবেশি তানজিনিয়ায় প্রাণ হারিয়েছে ১৫৫ জন। বন্যায় প্লাবিত বুরুন্ডি, উগান্ডা ও সোমালিয়া।