ফেসবুকে জনপ্রিয়তার লড়াই: তারেক–শফিকুর–নাহিদ নাকি জারা, অনুসারীর দৌড়ে এগিয়ে কে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) ঘিরে উৎসবের আমেজ এখন তুঙ্গে। আগামী ১২ ফেব্রুয়ারি (February 12) অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে সশরীরে প্রচারণার পাশাপাশি প্রার্থীরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া (Social Media Campaign) ওপর। বিশেষ করে ফেসবুক (Facebook) হয়ে উঠেছে ভোটারদের কাছে পৌঁছানোর সবচেয়ে বড় ডিজিটাল প্ল্যাটফর্ম।