ডেঙ্গু-সংক্রমণ  

অক্টোবরের দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু বাড়ার শঙ্কা

স্থানীয় সরকার প্রতিনিধিদের অনুপস্থিতিতে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গবেষকরা বলছেন, সংক্রমণ রোধে ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করতে হবে। না হলে অক্টোবরের দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ বাড়ার পাশাপাশি বাড়বে মৃত্যু। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বলছে, হাসপাতাল থেকে যথাযথ তথ্য না পাওয়ায় হটস্পট চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে।

ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ

ঢাকার বাইরেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মৌসুম শুরুর আগেই রাজধানীর আশপাশের জেলা থেকে রোগী আসছে ঢাকার হাসপাতালগুলোতে। স্থানীয় হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসা না পাবার অভিযোগ তাদের।