হাটে কদর কমেছে অতি মোটাতাজা ও বড় গরুর
কোরবানির হাটে কদর কমেছে অতি মোটাতাজা ও বড় আকৃতির গরুর। এর কারণ হিসেবে স্টেরয়েড ইনজেকশন প্রয়োগ করে গরু মোটাতাজা করাকে দায়ী করছেন ব্যাপারীরা। এদিকে খামারে স্টেরয়েড ইনজেকশন প্রয়োগ করা হয় না বলে দাবি করেছে ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কৃত্রিমভাবে মোটাতাজা করা এসব প্রাণীর মাংস খেলে শরীরে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।