বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার চার দেশে প্রাণহানি ৬ শতাধিক
শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর অবশেষে কিছুটা শক্তি হারিয়ে ভারতের তামিলনাড়ুর দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ। সরাসরি আঘাত হানার আশঙ্কা কেটে গেলেও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। এদিকে আকস্মিক বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার চার দেশে এখন পর্যন্ত ৬ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।