নীতিগত অস্থিরতায় নিম্নমুখী ডলারের বিনিময় হার, বিশ্ব বাজারে প্রভাব
চলতি সপ্তাহে চার বছরের সর্বনিম্নে নেমেছে মার্কিন ডলারের বিনিময় হার। এছাড়া গত এক সপ্তাহে প্রায় ৩ শতাংশ কমার পরই এটি ইউরো ও পাউন্ডের মতো অন্য প্রধান মুদ্রার তুলনায় বহু বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় নেমে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে এ পতনের গতি কিছুটা ধীর হলেও, বিশ্লেষকরা মনে করছেন এ স্থিতি সাময়িক। সম্প্রতি বিবিসির এক বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।