গাজীপুরের টঙ্গীতে কারফিউ জারির প্রথমদিন ব্যাপক তাণ্ডব চালিয়ে সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে দুর্বৃত্তরা। হামলা থেকে রেহাই পায়নি সিটি করপোরেশন ও ডেসকোর মতো সেবামূলক প্রতিষ্ঠানও। এসব ঘটনায় বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।