বছরে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে: টিআইবি
গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রতিবছর ব্যাংক থেকে গড়ে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। পাচার হওয়া অর্থগুলো ফেরত আনতে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ব্যাংক খাত থেকে যে ১৭ বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলেছেন গভর্নর, বাস্তবে তার পরিমাণ আরও বেশি, যার সাথে জড়িত আওয়ামী প্রভাবশালীরা।