বানিয়াচংয়ে জায়গা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৫
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এরমধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় মুহতি মিয়া নামে একজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।