পূর্বাঞ্চলের অর্থনীতিতে গতি এনেছে আশুগঞ্জ ধানের মোকাম
পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম আশুগঞ্জে ধান-চাল বিক্রি ও পরিবহনকে ঘিরে গতি এসেছে স্থানীয় অর্থনীতিতে। প্রতি মাসে লেনদেন হচ্ছে অন্তত ৫শ' কোটি টাকা। এছাড়া কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। শতবছরেরও বেশি পুরনো এই মোকামের পরিধি আরও বাড়াতে আধুনিক জেটি নির্মাণ ও আবাসন ব্যবস্থা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের।