জুলাই-অধিদপ্তর

ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে জুলাই অধিদপ্তর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সরকারিভাবে সহায়তা দিতে ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে জুলাই অধিদপ্তর। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত এই অধিদপ্তর পর্যায়ক্রমে শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা এবং আহতদের সর্বোচ্চ ৫ লাখ টাকা করে সহায়তা দেবে। তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, সরকারিভাবে যে ভাতার আলোচনা চলছে তা আগামী অর্থবছরের পর থেকে কার্যকর হবে। সংবাদ সম্মেলনে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মুগ্ধ জানান, সরকারিভাবে শহীদ-আহতদের মধ্যে যারা লিপিবদ্ধ হননি তারা ৩১ জানুয়ারির মধ্যে উপজেলা নির্বাহী অফিসের সঙ্গে যোগাযোগ করে অন্তর্ভুক্ত হতে পারবেন।