চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার, চলবে জরুরি সেবা
হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত বাকি সব চিকিৎসাসেবা বন্ধ
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে নিয়েছেন চিকিৎসকরা। আজ (রোববার, ১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে চিকিৎসকদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। এছাড়া জরুরি চিকিৎসা সেবা চালুর কথাও জানানো হয়েছে। তবে শনিবার রাতে হামলার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত বাকি সব চিকিৎসাসেবা বন্ধ থাকবে।