জনপ্রশাসন-মন্ত্রী-ফরহাদ-হোসেন

কোটা পদ্ধতি সংস্কারের প্রজ্ঞাপন জারি

মেধার ভিত্তিতে ৯৩%, বাকি ৭% কোটায়

আপিল বিভাগের রায়ের ভিত্তিতে কোটা পদ্ধতি সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ (মঙ্গলবার, ২৩ জুলাই) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক প্রজ্ঞাপনের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া জনপ্রশাসন, আইন ও বিচার বিভাগের সচিবরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল: মুক্তিযোদ্ধা মন্ত্রী

মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ৮ হাজারের বেশি ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের সনাক্ত করতে উপজেলা পর্যায়ে সাত সদস্যের কমিটি রয়েছে। আর এমন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।