ছাত্র-জনতার-গণঅভ্যূত্থান

হাসিনা দেশের প্রতিটি মানুষকে ফ্যাসিস্ট বানিয়েছে: সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ভূমি অফিস, হাসপাতালসহ সরকারি দপ্তরে দালালি আর টাকা দিয়ে কাজ করার জন্য জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র-জনতা এই অভ্যূত্থান ঘটায়নি। তিনি বলেন, 'বাংলাদেশে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে তিনি তার আওয়ামী লীগকেই শুধু ফ্যাসিস্ট বানায়নি। সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, তিনি ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে।' এই জায়গা থেকে আমাদের উত্তোরণ ঘটাতে হবে বলেও জানান তিনি।

আজ শহীদি মার্চ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে 'শহীদি মার্চ' করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ (বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শহীদি মার্চ শুরু হয়ে নীলক্ষেত হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে ফার্মগেট হয়ে শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এছাড়া ৬ সেপ্টেম্বর থেকে চাঁদাবাজি, অনিয়ম ও বিপ্লব রক্ষায় সারাদেশের জেলা, উপজেলায় যাবে কেন্দ্রীয় সমন্বয়করা।