চীনে-বন্যা

দক্ষিণে বন্যা-উত্তরের খরায় বিপর্যস্ত চীন

বন্যার তান্ডব, অন্যদিকে খরায় নিষ্প্রাণ বিস্তীর্ণ অঞ্চল। চীনের দক্ষিণে মুষলধারে বৃষ্টি, বন্যা-ভূমিধসে ধ্বংসযজ্ঞ বেড়েই চলেছে তিনদিন ধরে। উত্তরে বৃষ্টির অভাবে ৯০ শতাংশ আয় হারিয়ে নিঃস্ব কৃষকরা। বানের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে ভবন, সেতু ও রাস্তাঘাট। বিধ্বংসী এ বন্যার দৃশ্য চীনের গুয়াংদং প্রদেশের।

বন্যা, ভূমিধসে বিপর্যস্ত বিশ্বের কয়েক লাখ মানুষ

বন্যা ও ভূমিধসের মতো প্রকৃতি বিপর্যয়ে দুর্বিষহ দিন কাটছে আফগানিস্তান, ব্রাজিল, ইন্দোনেশিয়া ও চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের কয়েক লাখ মানুষের। এরইমধ্যে আফগানিস্তানে প্রাণহানি বেড়ে ৩১৫, ব্রাজিলে ১৪০ জনের বেশি এবং পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মারা গেছে ৪০ জনের বেশি বাসিন্দা। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। ৫ লাখ ৩৮ হাজারের বেশি বাস্তুচ্যুত শুধু ব্রাজিলেই।