সুদানে শান্তিরক্ষী মিশনে শহিদ নাটোরের সন্তান করপোরাল মাসুদ রানাকে শেষ বিদায় জানাতে শুধু পরিচিত স্বজন বা প্রতিবেশী নন, দূর-দূরান্তের গ্রাম থেকে ছুটে আসেন হাজারো মানুষ।