ডেঙ্গু থামেনি, এবার কিউলেক্সের হানা: নগরজীবনে নতুন ঝুঁকি
শহরের জনজীবনে মশা একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও ফাইলেরিয়াসিসের মতো প্রাণঘাতী রোগের প্রধান বাহক হওয়ায় এর প্রভাব শুধু স্বাস্থ্যক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও বিরূপ প্রভাব ফেলছে। সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ না নিলে মশা নিয়ন্ত্রণ একটি কঠিন চ্যালেঞ্জে পরিণত হবে। প্রজননস্থল ধ্বংস ও প্রতিরোধমূলক উদ্যোগই এই সমস্যার মূল সমাধান।