মেহেরপুরে জনপ্রিয় হচ্ছে চায়না, দার্জিলিং মাল্টা ও কমলার চাষ
মেহেরপুরে জনপ্রিয় হয়ে উঠেছে চায়না ও দার্জিলিং মাল্টা ও কমলা চাষ। যাতে স্বাবলম্বী হতে শুরু করেছেন অনেকে। চলতি বছর জেলার ৭৬ হেক্টর জমিতে চাষ হয়েছে এসব ফল। যেখান থেকে ২ হাজার ৪শ ৩২ টন ফল পাওয়ার আশা কৃষি বিভাগের। যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা।