মৃত ভেবে পালন হয়েছে শোক; বরগুনার সেই ১৭ জেলের সন্ধান মিলেছে ভারতের কারাগারে
২০২৩ সালের ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ হওয়া বরগুনার ১৭ জেলের সন্ধান মিলেছে ভারতের গুজরাটের কারাগারে। মৃত ভেবে শোক পালন করেছিলেন তাদের স্বজনরা, কিন্তু দুই বছর পর জীবিত থাকার খবর পেয়ে উপকূলীয় এলাকায় আনন্দের স্রোত বইছে। এদিকে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়।