বিজয় হাজারে ট্রফি: পুরুষ লিস্টে দ্রুততম চার সেঞ্চুরির তিনটিই হয়েছে এদিন
ভারতের ঘরোয়া প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফির প্রথম দিনেই বসেছে রেকর্ডের মেলা। ভারতীয় পুরুষ লিস্ট এ ক্রিকেটে দ্রুততম চার সেঞ্চুরির তিনটিই হয়েছে এদিন। যেখানে ৩ সেঞ্চুরিয়ান যথাক্রমে বৈভব সূর্যবংশী, সাকিবুল গনি ও ইশান কিষাণ।