গ্যাস সংকটে চরম দুর্ভোগে কুমিল্লার ৫ লাখ গ্রাহক
গ্যাস সংকটে চরম দুর্ভোগে কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রায় ৫ লাখ গ্রাহক। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে সর্বত্রই একই ভোগান্তি। বিশেষ করে কুমিল্লা নগরী ও আশপাশের এলাকাগুলোতে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। ৩০ বছর আগে স্থাপিত পাইপলাইনে বর্তমান চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পারায় তৈরি হয়েছে এই সংকট। এছাড়া চাহিদা অনুযায়ী গ্যাসের উৎপাদন হচ্ছে না বলেও জানিয়েছেন বাখরাবাদ কর্তৃপক্ষ।