‘জ্বালানি সংকট নিরসনে চার বছরে ১৯টি গ্যাসকূপ খনন করা হবে’
দেশে জ্বালানি গ্যাসের সংকট রয়েছে। আর এ সংকট নিরসনে আগামী চার বছরে ১৯টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ (শুক্রবার, ১ নভেম্বর) দুপুরে ভোলার ইলিশা ১ গ্যাস ক্ষেত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।