১০ মাসে গোলাপ শাহ মাজারে দান কত, জানালো দক্ষিণ সিটি করপোরেশন
রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত হযরত গোলাপ শাহ্ (রহ.) মাজারের দান বাক্সে ৫৬ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা দান হিসেবে পাওয়া গেছে। গতকাল (মঙ্গলবার, ২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত হযরত গোলাপ শাহ (রুহ.) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে মোট ৫৬ জন অনুমোদিত গণনাকারী উপযুক্ত দান গণনায় অংশ নেন। সবশেষ ২৯ জানুয়ারি ২০২৫ অর্থাৎ প্রায় ১০ মাস পূর্বে মাজারের দান গণনা করা হয়েছিল।