নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
নিখোঁজের ২১ দিন পর কেরানীগঞ্জের কালিন্দী থেকে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সন্ধ্যায় ডায়াবেটিস বাজার এলাকায় গৃহশিক্ষিকার বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। বাড়ির মালিক জানায়, ওই গৃহশিক্ষিকার বাসা থেকে পচা দুর্গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেন তারা। যদিও, নিহতের স্বামীর দাবি, পুলিশের কাছে বারবার গেলেও সাড়া পাননি তিনি।