তৃতীয় সুইং স্টেট পেনসিলভানিয়ায় জয়ের মধ্য দিয়ে হোয়াইট হাউসের মসনদের কাছাকাছি পৌঁছে গেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই জয়ের পরপরই সমর্থকদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ের দাবি করেন ট্রাম্প। মিশিগান, নেভাদা এবং উইসকনসিনসহ অন্যান্য সুইং স্টেট জয়ের খুব কাছাকাছি সাবেক এই প্রেসিডেন্ট। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে ট্রাম্প হতে যাচ্ছেন যুক্তরাষ্টের ৪৭তম প্রেসিডেন্ট।