দেশ ও জনগণের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনের দরবার হলে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এসময় সেখানে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী উপস্থিত ছিলেন।