সরকারি গুদামের কোটি টাকার চাল-গমের সাথে উধাও খালি বস্তা
গাইবান্ধার পলাশবাড়ি খাদ্যগুদাম থেকে ১৩১ টন চাল, ৬৮ টন গম এবং প্রায় ৩৫ হাজার খালি বস্তার হদিস নেই। সরকারি দর অনুযায়ী, খাদ্যগুদাম থেকে উধাও হওয়া খালি বস্তা ও খাদ্যপণ্যের বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ ৪৩ হাজার ৭৮৯ টাকা।