কঙ্গো প্রজাতন্ত্রে তামা ও কোবাল্ট খনির সেতু ধসে নিহত ৩২
খনি উত্তোলনকারীদের অতিরিক্ত ভিড়ের কারণে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের একটি তামা ও কোবাল্ট খনির সেতু ধসে অন্তত ৩২ জন নিহত হয়েছে। রোববার, দেশটির দক্ষিণ-পূর্ব লুয়ালাবা প্রদেশে এ হতাহতের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কঙ্গোর স্বরাষ্ট্রমন্ত্রী রয় কাউম্বে মায়ান্ডে।