উন্নত বিশ্বের সদিচ্ছার অভাবে ঋণের জালে আটকা বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশ : সৈয়দা রিজওয়ানা
বিশ্ব কিংবা রাষ্ট্র নয়, বাংলাদেশে ২০২৪ এ বন্যা মোকাবিলা করেছে তরুণরা। বাকুতে জলবায়ু সম্মেলনের বিশ্বমঞ্চে এ তথ্য জানালেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, উন্নত বিশ্বের সদিচ্ছার অভাবে বাংলাদেশসহ জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো ঋণের জালে আটকা পড়ছে। এই সংকট কাটাতে অর্থ ছাড় দেয়ার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিপূরণ আদায়ে বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।