নওগাঁয় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে জেল-জরিমানা
নওগাঁর পত্নীতলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে এক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ দুই ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নজিপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবীর। নওগাঁ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।