ক্রাইম-অ্যান্ড-অপারেশন

সাইফুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার বন্দরনগরী চট্টগ্রাম

চট্টগ্রামে সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার বন্দরনগরী। বৈষম্যবিরোধী আন্দোলনের সমাবেশ থেকে দাবি ওঠে ইসকন নিষিদ্ধের। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি। এদিকে বন্দরনগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আইনজীবী সাইফুলের জানাজায় ঢল নামে মানুষের। এতে অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এসময় পতিত ফ্যাসিবাদ ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সমন্বয়করা।