গতি ফিরছে সিরিয়ার অর্থনীতিতে, বাড়ছে বিদেশি মুদ্রার ব্যবহার
স্বৈরশাসক বাশার আল আসাদের কালো ছায়া দেশ থেকে সরে গেলে বহু বছর পর অবাধে শুরু হয়েছে লেনদেনে বিদেশি মুদ্রার ব্যবহার। ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে সিরিয়ান পাউন্ড। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে পাওয়া গেছে ২২০ কোটি ডলারের স্বর্ণ। তবে দেশটিতে নেই ডলারের রিজার্ভ। সবজির বাজার স্বাভাবিক থাকলেও বিক্রি হচ্ছে চড়া দামে। কিন্তু বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি আর পানির সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি দেশের অনেক স্থানে।