স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত, কুমিল্লায় ১২শ' কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত
চারদিকে ধ্বংসস্তূপ। বিধ্বস্ত বাড়িঘর, ধসে আছে রাস্তাঘাট। সড়ক হয়ে আছে খাল। পানি যতই কমছে বন্যা তার ক্ষতচিহ্ন জানান দিচ্ছেন। চলতি বন্যায় কুমিল্লা জেলার সড়ক ও জনপথ, স্থানীয় সরকার বিভাগ ও পৌরসভার প্রায় ১২শ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কুমিল্লার বন্যা দুর্গতদের সামনে এখন নতুন দুর্ভোগ ক্ষতিগ্রস্ত এসব সড়ক।