মৃতের শেষ বিদায়: নারী ও পুরুষের কাফনের কাপড়ের মাপ, সঠিক নিয়ম
মানুষের মৃত্যুর পর তার গোসল, কাফন এবং জানাজা আদায় করা জীবিতদের ওপর একটি পবিত্র দায়িত্ব বা ফরজে কেফায়া। ইসলামি বিধানে পুরুষের কাফনের কাপড় (Kafan for Men) এবং মহিলাদের কাফনের কাপড়ের (Kafan for Women) মধ্যে সংখ্যার ভিন্নতা রয়েছে, যা মৃত ব্যক্তির মর্যাদা ও পর্দার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নির্ধারিত করা হয়েছে।