'এই যে মায়ের অনাদরে ক্লিষ্ট শিশুগুলি, পরনে নেই ছেঁড়া কানি, সারা গায়ে ধূলি' কবি কাজী নজরুলের 'ওদের জন্য মমতা' কবিতার পঙ্কতির মতো পথশিশুদের শুষ্ক বদনে বাস্তবতা ফুটে ওঠে। যাদের বাবা-মা নেই, পথঘাটই ঠিকানা। অন্যের করুণায় তাদের ক্ষিধের জ্বালা মেটাতে হয়।