সপ্তমবার মনোনয়ন বাতিল, তবু হাল ছাড়তে নারাজ ব্রাহ্মণবাড়িয়ার জাহাঙ্গীর
যাচাই-বাছাইয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ নিয়ে সপ্তমবারের মতো তার মনোনয়নপত্র বাতিল হলো। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন।