পালাক্রমে পৌর পরিষদের পরিবর্তন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঝালকাঠি পৌরসভায়। প্রথম শ্রেণির এ পৌরসভায় নাগরিক সেবার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। পরিকল্পনার অভাব, ড্রেনেজ ব্যবস্থার কমতি, খানাখন্দে ভরা রাস্তা, ময়লা ফেলার ডাম্পিং স্টেশনের অভাবসহ অধিকাংশ নাগরিক সুবিধা থেকেই বঞ্চিত পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ বছর বছর অর্থ বরাদ্দের পরও হচ্ছেনা কাঙ্ক্ষিত উন্নয়ন।