বাংলাদেশের মোটরগাড়ি শিল্প দক্ষিণ এশিয়ার মাঝে তৃতীয় বৃহত্তম। যার পুরোটাই আমদানিনির্ভর। আর একসময়ের বিলাসী গাড়ি, বর্তমানে হয়ে উঠেছে প্রয়োজন। তাই দিন দিন গাড়ির চাহিদা বাড়ছে। প্রতিবেশিদের তুলনায় গাড়ি উৎপাদন ও ব্যবহারে অনেকটাই পিছিয়ে আছে দেশ। তবে, গাড়ি শিল্পকে আমদানি থেকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তারা।