কর্মব্যস্ত-মানুষ

উত্তর ভারতের বেশ কিছু এলাকায় বইছে শৈত্যপ্রবাহ

বৃষ্টির কারণে কুয়াশা ও দূষণ কিছুটা কমলেও ভোগান্তি কমেনি উত্তর ভারতের কর্মব্যস্ত মানুষের। সড়কপথে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিলম্বিত হয়েছে প্রায় অর্ধ শতাধিক ট্রেন। হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ছাড়াও উত্তর ভারতের বেশ কিছু এলাকার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। এদিকে, সপ্তাহান্তে পাকিস্তানের গড় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া চীনের পরে এবার জাপানেও শুরু হয়েছে তুষারপাত। পিচ্ছিল সড়কে দুর্ঘটনা এড়াতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন।