কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ ব্যক্তিকে জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত ২ ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে। আজ (শনিবার, ১৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে।