বরগুনায় ৬ কোটি টাকার জলাধারে নেই পানি; প্রকল্পকে অযৌক্তিক বলছেন পৌরবাসী
উদ্বোধনের চার বছর পরও বরগুনায় প্রায় ৬ কোটি টাকায় নির্মিত দুটি উচ্চ জলাধারে ওঠেনি পানি। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নির্মিত হয় ১০ লাখ লিটার ধারণক্ষমতার এ ওভারহেড ট্যাংক। এদিকে পানি শোধনাগারের পুকুর দুটি এরই মধ্যে মাছ চাষের জন্য লিজ দেয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। পৌরবাসী বলছেন, পরিত্যক্ত পানি শোধনাগারকে উৎস ধরে এই জলাধার নির্মাণ ছিলো অযৌক্তিক, যা রাষ্ট্রীয় অর্থের অপচয়।