‘সিনেমা-টিভি খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে'
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। তিনি (১৮ এপ্রিল, বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।