এশিয়ার চাহিদা
বৈশ্বিক সংকটের নিরাপদ আশ্রয় স্বর্ণ; চাহিদার সঙ্গে বাড়ছে দাম

বৈশ্বিক সংকটের নিরাপদ আশ্রয় স্বর্ণ; চাহিদার সঙ্গে বাড়ছে দাম

দীর্ঘদিন ধরেই স্বর্ণকে নিরাপদ বিনিয়োগের প্রতীক হিসেবে ধরা হয়। বৈশ্বিক অর্থনৈতিক সংকট, যুদ্ধ বা রাজনৈতিক অনিশ্চয়তার সময় মানুষ শেয়ারবাজার ও ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে স্বর্ণে বিনিয়োগ বাড়ায়। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট এবং করোনা মহামারির সময়েও স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গিয়েছিল। সবশেষ কয়েক বছরে সে প্রবণতা আবারও জোরালো হয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ও রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।