তুষারঝড়ে এভারেস্টের তিব্বত অংশে আটকা ২০০ পর্বতারোহী
এভারেস্ট পর্বতশৃঙ্গের তিব্বত অংশে তীব্র তুষারঝড়ে আটকা পড়েছেন দুইশোর বেশি পর্বতারোহী। প্রাণ বাঁচাতে রাতভর বরফে ঢাকা বিপদসঙ্কুল পথ পেরিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ৩০০ মানুষকে। তুষারপাতের কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠলেও, পর্বতারোহীদের গভীর তুষারে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে নিরন্তর কাজ করছেন স্থানীয় গাইড ও উদ্ধারকর্মীরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তারা বরফ খুঁড়ে চলেছেন আটকা পড়া অভিযাত্রীদের সন্ধানে।