ভেনিজুয়েলায় নির্বাচনের ফলাফল নিয়ে বিক্ষোভ চরমে
ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল নির্বাচনের ফলাফল নিয়ে ভেনিজুয়েলায় সাধারণ মানুষের বিক্ষোভ চরমে। সোমবার হাজার হাজার মানুষ নেমেছে রাজপথে। রাষ্ট্রপতি ভবন অভিমুখে বিক্ষোভ ঠেকাতে মাঠে নেমেছে সেনাবাহিনী। নির্বাচনের ফলাফলে জালিয়াতির অভিযোগ ওঠায় ফলাফল নিয়ে স্বচ্ছ তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।