রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা প্রাণ দিয়েছেন সেই বীর সন্তানদের বিনম্র চিত্তে স্মরণ করছে জাতি। পোশাকে শোকের কালো আর হাতে রাঙা ফুল নিয়ে স্মৃতির মিনারে নামে সর্বস্তরের মানুষের ঢল।