হবিগঞ্জে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কার্পেটিংয়ের দুইদিন পর হাতের টানেই উঠে আসছে পিচ। স্থানীয়দের বাঁধার মুখে কাজ বন্ধ করে বিটুমিনের মান পরীক্ষার জন্য ল্যাব টেস্টে পাঠিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। তবে ঠিকাদার বলছেন, শত্রুতা করে রাতের আঁধারে কেউ সড়কের কিছু অংশে কেরোসিন বা মেডিসিন ঢেলে গলিয়ে দিয়েছে কার্পেটিং।