বিশ্বের সেরা দেশের তালিকায় চতুর্থ স্থানে কানাডা
শান্তিতে বসবাস, জীবন-যাত্রার মান, উন্নত সুযোগ-সুবিধা ও ব্যবসা-বাণিজ্যের জন্য বিশ্বে চতুর্থ অবস্থানে কানাডা। ২০২৪ সালের জরিপ ও গবেষণা তথ্যে ওঠে এসেছে এই তথ্য। এসব সুবিধার কারণে উত্তর আমেরিকার দেশটির সব শহরই অভিবাসীবান্ধব হয়ে পড়ছে বলেও জানা গেছে।