ভারতে চলছে বিশুদ্ধ পানির হাহাকার
তৃষ্ণার্ত ভারতে বিশুদ্ধ পানির হাহাকার। ১২০০ ফুট গভীর কুয়ো খুঁড়েও মিলছে না পানি। ভূগর্ভে পানির স্তর অতিরিক্ত নিচে নেমে যাওয়ায় আকাশ ছুঁয়েছে পানির দাম; বাড়তি খরচ পোষাতে না পেরে সপ্তাহে পাঁচ গ্যালন পর্যন্ত পানি কিনতে পারছে নিম্নবিত্ত অনেক পরিবার। ইস্ট এশিয়া ফোরামে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, বিশুদ্ধ পানির তীব্র সংকটে বছরে প্রায় দুই লাখ মানুষের প্রাণ যায় ভারতে।