জনপ্রিয়তা বাড়ছে যশোরে তৈরি ইটের ফরমার
শুষ্ক মৌসুমে ভাটাগুলোতে পড়ে ইট তৈরির ধুম। এ সময় বাড়ে যশোরের ফরমার চাহিদা। আর এর সঙ্গে জড়িয়ে আছে দেড় শতাধিক মানুষের কর্মসংস্থান। প্রতি মৌসুমে বেচাকেনা হয় প্রায় ৮ কোটি টাকার। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ঋণ সহায়তা পেলে আরও সমৃদ্ধ হতো এই ব্যবসা।